ঢাকা, মঙ্গলবার   ১৩ মে ২০২৫

শেরপুরে কবর খুঁড়ে কঙ্কাল চুরি 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৩৪, ১৪ জুলাই ২০১৮

Ekushey Television Ltd.

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার বোনারপাড়া সামাজিক কবরস্থান থেকে বৃহস্পতিবার রাতে কবর খুঁড়ে ৪টি লাশের কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে।     

গতকাল (শুক্রবার) সকালে ওই গ্রামের আনোয়ার মুন্সি তার মায়ের কবর জিয়ারত করতে গেলে তার দৃষ্টিগোচর হয়।

চুরিকৃত কঙ্কালের লাশগুলো হলো, বোনার পাড়া গ্রামের আনোয়ার মুন্সির মা আমেনা বেগম, হযরত আলীর পিতা হাকিম উদ্দিন, গাজীর কন্যা তানিয়া, রমজানের স্ত্রী আম্বিয়া।

ওই গ্রামের ইমান আলী জানান, বৃহস্পতিবার গভীর রাতে কবর খুঁড়ে কাফনের কাপড় আলাদা করে লাশের কঙ্কালগুলো চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় উৎসুক মানুষের ভীড় জমলেও এলাকার মাঝে আতংক বিরাজ করছে। 

এই ব্যাপারে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম ফসিহুর রহমান বলেন, ‘আমি এই ঘটনা জানি না। তবে পোড়াগাঁও ইউপি চেয়ারম্যান আজাদ মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।’   

কেআই/এসি 

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি